logo ২৭ এপ্রিল ২০২৫
মাইক্রোসফটের নতুন দুই স্মার্টফোন
ঢাকাটাইমস ডেস্ক
০৭ এপ্রিল, ২০১৫ ১৮:৪০:২৯
image


ঢাকা: বহুল জনপ্রিয় টেক জায়ান্ট মাইক্রোসফট ভারতের বাজারে তাদের লুমিয়া সিরিজের দুই স্মার্টফোন লুমিয়া ৬৪০ ও লুমিয়া ৬৪০ এক্সএল চালু করেছে। এ দুটির দাম নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ১১ হাজার ৯৯৯ ও ১৫ হাজার ৯৯৯ রুপি। ফ্লিপকার্ট থেকে এটি ক্রেতারা কিনতে পারবেন।

লুমিয়া ৬৪০ স্মার্টফোনের রয়েছে ৫ ইঞ্চি এইচডি স্ক্রিন। এটি ১.২ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর দ্বারা চালিত। এ ফোনের র‌্যাম ১ জিবি। লুমিয়া ৬৪০ এর এফ২.২ লেন্স সহ ৮ এমপি রেয়ার ক্যামেরা ও ১ এমপি সেলফি ক্যামেরা রয়েছে।

লুমিয়া ৬৪০ এক্সএল এর রয়েছে ৫.৭ ইঞ্চি এইচডি স্ক্রিন, ১৩ এমপি রেয়ার ক্যামেরা, ৫ এমপি ফ্রন্ট ক্যামেরা, ৩ হাজার এমএএচ ব্যাটারী। এ ফোনের বাকি বৈশিষ্ট্য লুমিয়া ৬৪০ এর মতই।

(ঢাকাটাইমস/৭ এপ্রিল/এসইউএল)