logo ২৭ এপ্রিল ২০২৫
৪ হাজার টাকায় ট্যাবলেট পিসি
ঢাকাটাইমস ডেস্ক
১০ এপ্রিল, ২০১৫ ১৬:৫৯:৪০
image

ঢাকা: বাংলা নববর্ষ উপলে বসুন্ধরা সিটির লেভেল ৬ এর ‘ইলেক্ট্রো ভিশন’ দিচ্ছে মাত্র চার হাজার টাকায় সিমছাড়া এবং মাত্র পাঁচ হাজার টাকায় সিমসহ অত্যাধুনিক টাচ্ স্ক্রিন সমৃদ্ধ নতুন মডেলের ট্যাবলেট পিসি।


অ্যান্ড্রয়েড ৪.১ জেলি বিন অপারেটিং সিস্টেমের ৭ ইঞ্চি পর্দার ট্যাবলেট পিসির প্রসেসর ১.৫ গিগাহার্টস, ব্যাক ক্যামেরা ২.৫ এবং ফ্রন্ট ক্যামেরা ১.৫ মেগাপিক্সেল, র‌্যাম ৫১২ মেগাবাইট, ব্যাটারি ৩৫০০ এমএএইচ প্রভৃতি।


এক বছরের ওয়ারেন্টিসহ প্রতিটি সেটের সাথে ফ্রি দেয়া হচ্ছে আকর্ষণীয় স্ট্যান্ড।


নববর্ষ উপলক্ষ্যে এখানে স্যামসাং, নোকিয়া, লেনোভো, জেনফোন, টুইনমস, আইনল, হুয়াউয়ে, এলজি, অ্যালকাটেল, মেক্সিমাস, সিম্ফোনি, ওয়ালটন, জি-ফাইভ, মাইক্রোম্যাক্স, ওকাপিয়াসহ বিভিন্ন ব্র্যান্ডের ট্যাবলেট পিসি ও স্মার্টফোন কিনলেই মিলছে বিশেষ মুল্যছাড় ও উপহার। এ অফার সীমিত সময়ের জন্য। যোগাযোগ: ইলেক্ট্রো ভিশন, লেভেল-৬, ব্লক-বি, দোকান-৯, বসুন্ধরা সিটি, পান্থপথ, ঢাকা। ফোন: ০১৯৭৯ ৭১৭১৭৩, ইমেইল: [email protected] –বিজ্ঞপ্তি


(ঢাকাটাইমস/১০এপ্রিল/জেবি)