logo ০৬ মে ২০২৫
জেলা ও দায়রা জজ পদে বদলি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৯ এপ্রিল, ২০১৫ ১৭:২৯:৩৮
image

ঢাকা: জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের পাচঁ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রবিবার আইন, বিচার ও সংসদ বিষয় মন্ত্রণালয়ের আইন ও বিচার শাখা থেকে এ আদেশ জারি করা হয়েছে।


আদেশে বলা হয়েছে, নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মালিক আবদুল্লাহ আল আমিনকে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক পদে প্রেষণে বদলি করা হয়।


ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনকে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ করা হয়েছে।


চট্রগ্রাম মহানগর দায়রা জজ ওবায়েদুস সোবহানকে পাবনা জেলা ও দায়রা জজ পদে দেয়া হয়েছে।


ময়মসিংহ জেলার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) শাহেনুরকে চট্রগ্রাম মহানগর দায়রা জজ পদে বদলি করা হয়।


এ ছাড়া আইন ও বিচার বিভাগ, আইন বিচার ও সংসদ বিষয় মন্ত্রণালয়ের উপ-সলিসিটর (জেলা জজ) শফিকুর রহমানকে ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ করা হয়েছে।


(ঢকাটাইমস/১৯এপ্রিল/এইচআর/জেবি)