logo ০৬ মে ২০২৫
প্রশাসনে পাঁচ অতিরিক্ত সচিবকে প্রেষণে নিয়োগ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২০ এপ্রিল, ২০১৫ ১৫:২১:৪৪
image


ঢাকা: প্রশাসনে পাঁচ অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।


এরা হলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজানুর রহমানকে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের পরিচলক করে তার চাকরি শিল্প মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।




জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) পরিতোষ চন্দ্র পালকে বাংলাদেশ আনবিক শক্তি কমিশনের অর্থ উপদেষ্টা পদে দেয়া হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মোহাম্মদ আবুল কাশেমকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের পরিচারক পদে দেয়া হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মাহফুজুল হককে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সদস্য পদে দেয়া হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) জ্ঞান রঞ্জন শীলকে বাংলাদেশ অভ্যন্তরীণ  নৌ- পরিবহন কর্পোরেশনের পরিচালক করা হয়েছে।


(ঢাকাটাইমস/২০এপ্রিল/এইচআর/এমএম)