তিন অতিরিক্ত সচিবকে পূর্বের পদে ইনসিটু করা হয়েছে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২১ এপ্রিল, ২০১৫ ১৬:২১:৪০

ঢাকা: প্রশাসনে তিন অতিরিক্ত সচিবকে পূর্বের পদে পদায়ন (ইনসিটু) বদলীপূর্বক প্রেষণে নিয়োগ করা হয়েছে।
মঙ্গবার জনপ্রশাসন থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
এসব কর্মকর্তরা হলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মোহাম্মদ ইসমাইলকে বস্ত্র অধিদপ্তরের পরিচালক করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) রফিকুল ইসলামকে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের অতিরিক্ত নির্বাহী পরিচালক করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মোহাম্মদ সাইয়েদুর রহমানকে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সদস্য করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) আবদুল কাশের ভুইয়াকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়েরে উপ-প্রকল্প পরিচালক করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) নুরুন্নবীকে প্রধানমন্ত্রীর কাযালয়ের আশ্রয়ন-২ প্রকল্পের উপ-পরিচালক করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) মুহাম্মদ আব্দুল হান্নানকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে দেয়া হযেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ( উপসচিব) আনিসুর রহমানকে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষে নিয়োগ (ট্রাফিক ইঞ্জিনিয়ার্স) দেয়া হয়েছে।
(ঢাকাটাইমস/২১এপ্রিল/এইচআর/এমএম)