সোনালী ব্যাংকের নতুন চেয়ারম্যান ফজলে কবীর
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৬ এপ্রিল, ২০১৫ ২৩:৩৩:৩০
ঢাকা: সাবেক অর্থসচিব ফজলে কবীরকে সোনালী ব্যাংকের চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেয়া হয়েছে।
অর্থমন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে ১৯ এপ্রিল সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক হাবিুবুর রহমান।
সেদিন বিকালে তিনি তার পদত্যাগপত্র অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠিয়ে দেন।
তিন বছরের জন্য নিয়োগ পাওয়ার পর আগামী ২৬ ডিসেম্বর তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।
২০১২ সালের ২৭ ডিসেম্বর অধ্যাপক হাবিবুর রহমানকে ব্যাংকটিতে চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়েছিল।
(ঢাকাটাইমস/২৬এপ্রিল/এমআর)