logo ০৬ মে ২০২৫
অবসরের তিনদিন আগে জ্যেষ্ঠ সচিব হলেন রণজিত
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৭ এপ্রিল, ২০১৫ ১৭:৩৮:৪০
image

ঢাকা: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব রণজিত কুমার বিশ্বাসকে অবসরে যাওয়ার তিন দিন আগে সিনিয়র সচিব পদমর্যাদা দিয়েছে সরকার।


সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব রণজিত কুমার বিশ্বাসকে সিনিয়র সচিব হিসেবে নিয়োগ করা হলো। তবে আগামী ৩০ এপ্রিল অবসরে যাচ্ছেন এ সচিব। সরকারি সুযোগ সুবিধা দেয়ার জন্য এ সিনিয়রটি দেয়া হয়েছে।


গত রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আকতারী মমতাজকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে। এদের নিয়োগ আদেশ ৩০ এপ্রিল থেকে কার্যকর হবে।


(ঢাকাটাইমস/২৭এপ্রিল/এইচআর/এমএম)