দুই সচিব ও তিন উপপরিচালক বদলি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৯ এপ্রিল, ২০১৫ ১৮:৫৩:২৪
ঢাকা: প্রাইভেজাইটেশন কমিশনের সদস্য শ্যামল কান্তি ঘোষকে কৃষি মন্ত্রনালয়ের সচিব করা হয়েছে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রনালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অন্যদিকে কৃষি মন্ত্রনালয়ের সচিব মো. ইউনুসুর রহমানকে প্রাইভেজাইটেশন কমিশনের সদস্য করা হয়েছে।
এছাড়া তিন অতিরিক্ত জেলা প্রশাসককে বদলি করা হয়েছে। এরা হলেন- নওগাঁর মো. জাহাঙ্গীর আলমকে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকারের উপপরিচালক করা হয়েছে।
খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক আবু দাউদ মো. গোলাম মোস্তফাকে ফেনী এবং ময়মনসিংহের ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার মো. নুরুল আলমকে একই জেলার প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকারের উপপরিচালক করা হয়েছে।
(ঢাকাটাইমস/২৯এপ্রিল/এইচআর/জেবি/এমএম)