logo ০৫ মে ২০২৫
মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৭ মে, ২০১৫ ১৩:৩৩:২৯
image

ঢাকা: মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের কর্মকর্তা মহঃ শহীদুল ইসলাম।


বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, অবসরোত্তর ছুটি ভোগরত বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের কর্মকর্তা মহঃ শহীদুল ইসলামকে তাঁর অবসরোত্তর ছুটি বাতিলের শর্তে ৩ মে অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।


এ চুক্তিভিত্তিক নিয়োগের শর্তাবলী অনুমোদিত চুক্তিপত্র দ্বারা সম্পাদিত হবে।


(ঢাকাটাইমস/৭মে/এইচআর/এমএটি/এমএম)