logo ০৫ মে ২০২৫
ডিসিসির দুই প্রশাসক প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৬ মে, ২০১৫ ১৪:৩৪:৫৮
image

ঢাকা:  সদ্যসমাপ্ত ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী মেয়রদের শপথ পাঠ করানোর পর বুধবার দুপুরে ঢাকা উত্তর ও দক্ষিণের দুই প্রশাসককে তুলে নিয়েছে সরকার।


বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।


ঢাকা দক্ষিণের সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত মোস্তফাকে সরিয়ে টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব করা হয়েছে। এছাড়া উত্তর সিটি করপোরেশনের প্রশাসক ড. রাখাল চন্দ্র বর্মনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হযেছে।


প্রসঙ্গত, গত বছরের ১১ ডিসেম্বর এ দুজনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকার।  গত ২৮ এপ্রিল সিটি নির্বাচনে সরকার দলীয় দুই মেয়র নির্বাচিত হয়। আজ সকালে বিজয়ী মেয়রদের শপথের পর এই দুই কর্মকর্তাকে তুলে নেয়া হলো।


(ঢাকাটাইমস/৬মে/এইচআর/জেবি)