logo ০৫ আগস্ট ২০২৫
সিলেট শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৩ মে, ২০১৫ ১৭:৪৫:৪৯
image

ঢাকা: সিলেট মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে অধ্যাপক মমতাজ শামীমকে পদায়ন করা হয়েছে।


আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. বেলায়েত হোসেন তালুকদার স্বাক্ষরিত এক আদেশে তাকে এ পদে পদায়ন করা হয়।


অধ্যাপক মমতাজ শামীমের বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলায়। তিনি বিসিএস (শিক্ষা) সপ্তম ব্যাচে নির্বাচিত হয়ে মৌলভীবাজার সরকারি কলেজে যোগদান করেন। পরবর্তী সময়ে বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের প্রোগ্রাম অফিসার এবং ময়মনসিংহ আনন্দমোহন কলেজে অধ্যাপনা করেন। তিনি সর্বশেষ ইডেন মহিলা কলেজে প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্বে ছিলেন।


২০০৪ সালে ‘শিক্ষা, প্রশাসন ও ব্যবস্থাপনা’ বিষয়ে প্রশিক্ষণ এবং ইউনেস্কো আয়োজিত সার্কভুক্ত দেশসমূহের জন্য ‘জনসংখ্যা শিক্ষা’ বিষয়ক প্রশিক্ষণে পাকিস্তানের ইসলামাবাদে অংশগ্রহণ করেন। এছাড়াও তিনি মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সিংগাপুর ও কানাডাসহ বিশ্বের অনেক দেশ ভ্রমণ করেন।


(ঢাকাটাইমস/১৩মে/জেবি)