ঢাকা: আট অতিরিক্ত জেলা প্রশাসককে(এডিসি)উপ-পরিচালক পদে এবং ১৩ উপজেলা নির্বাহী অফিসারকে অতিরিক্ত জেলা প্রশাসক(এডিসি)পদে পদোন্নতি দিয়ে বিভিন্ন জেলায় বদলি করা হযেছে।
রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে থেকে পৃথক পৃথক আদেশ জারি করা হয়েছে।
এ সব কর্মকর্তারা হলেন, কিশোরগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এ এস এম ফেরদৌসকে সিলেট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক করা হয়েছে।
সিলেট বিভাগীয় কমিশনারে কার্যালয়ে সংযুক্ত মোহাম্মদ লুৎফর রহমানকে চাঁদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক করা হয।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব আবু নঈম মোহাম্মদ আবদুস সবুরকে ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক করা হয়েছে।
যশোর জেলার ঝিকরগাছার উপজেলা নির্বাহী অফিসার আজমুল হককে রাগেরহাট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক করা হয়।
সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার নির্বাহী অফিসার এম মজিবুর রহমানকে হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক করা হয়েছে।
ব্রাক্ষণবাড়িয়া সদর উপজেলার নির্বাহী অফিসার আশরাফুল আলমকে লক্ষীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক করা হযেছে।
গাইবান্ধা জেলার গবিন্ধগঞ্জের উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন-উল হাসানকে রাগেরহাট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক করা হয়েছে।
তথ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তফাদার মো: আক্তার জামিলকে নরসিংদী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক করা হযেছে।
নড়াইল জেলা সদর উপজেলার নির্বাহী অফিসার জাকির হোসেনকে পাবনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক করা হযেছে।
নীলফামারী জেলার কিশোগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার সিদ্দিকুর রহমানকে ঝিনাইদহ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক করা হয়েছে।
মাদারীপুর জেলার শিবচর উপজেলার নির্বাহী অফিসার মুহাম্মদ ইকবাল হোসেনকে খুলনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক করা হয়েছে।
জয়পুরহাট সদর উপজেলার নির্বাহী অফিসার বেগম মুনিরা সুলতানাকে টাংগাইল জেলার অতিরিক্ত জেলা প্রশাসক করা হয়েছে।
বাগেরহাট সদর উপজেলার নির্বাহী অফিসার এ এফ এস এম এহতেশামুল হককে সাতক্ষীরা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক করা হয়েছে।
এদিকে আট অতিরিক্ত জেলা প্রশাসককে স্থানীয় সরকারে উপ পরিচালক পদে বদলি করা হয়েছে। এরা হলেন, ব্রাক্ষণবাড়িয়া জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আজাদ সাল্লালকে একই জেলার স্থানীয় সরকারে উপ-পরিচালক পদে দেয়া হযেছে।
ব্রাক্ষণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সাঈদুর কুতুবকে ঝিনাইদহ জেলার স্থানয়ী সরকারের উপপরিচালক পদে দেয়া হয়েছে।
দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক এনামুল হককে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক করা হয়েছে।
কিশোরগঞ্জ জেলা অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আবেদ হোসেনকে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদুর রহমান হাবিবকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক করা হয়েছে।
পাবনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সওপাতুল আলমকে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক করা হয়েছে।
সুনামগঞ্জ জেলা অতিরিক্ত জেলা প্রশাসক দেবজিত সিংহকে একই জেলার প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক করা হয়েছে।
পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদারকে কুমিল্লা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক পদে বদলি করা হয়েছে।
(ঢাকাটাইমস/১৭মে/এইচআর/এ্রআর/ ঘ.)