logo ০৫ মে ২০২৫
অতিরিক্ত ডিআইজি পদে ২২ জনের রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৭ মে, ২০১৫ ১৬:৫৫:৩১
image


ঢাকা: পুলিশের অতিরিক্ত ডিআইজি পদে ২২ কর্মকর্তাকে রদবদল করেছে সরকার। আজ রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়। আদেশে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আ শ ম ইমদাদুদ দস্তদীর।



আদেশে বলা হয়েছে, চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ কমিশনার বনজ কুমার মজুমদারকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) জয়েন্ট পুলিশ কমিশনার করা হয়েছে। ঢাকার টিঅ্যান্ডআইএমের অতিরিক্ত ডিআইজি ড. এএফ এম মাসুম রব্বানীকে ঢাকায় সিআইডির অতিরিক্ত ডিআইজি করা হয়েছে।



র‌্যাবের পরিচালক (অতিরিক্ত ডিআইজি) মো. রফিকুল ইসলামকে ঢাকায় নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি করা হয়েছে। র‌্যাবের পরিচালক (অতিরিক্ত ডিআইজি) জামিল আহমদকে ডিএমপির জয়েন্ট কমিশনার করা হয়েছে। র‌্যাবের পরিচালক (অতিরিক্ত ডিআইজি) আব্দুল্লাহ আল মাহমুদকে রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি করা হয়েছে।



সিলেট মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার আকরাম হোসেনকে বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি করা হয়েছে। ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পরিচালক (পুলিশ সুপার) মোর্শেদুল আনোয়ার খানকে ঢাকায় টিঅ্যান্ডআইএমের অতিরিক্ত ডিআইজি করা হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি ব্যারিস্টার হারুন অর রশিদকে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি করা হয়েছে।



সিআইডির বিশেষ পুলিশ সুপার মাহবুবুর রহমানকে ঢাকায় নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি করা হয়েছে। রাজশাহী সারদার পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীরকে র‌্যাবের পরিচালক (অতিরিক্ত ডিআইজি) করা হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি মো. সরওয়ারকে ঢাকায় ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি করা হয়েছে। ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার আবদুল মালেককে ঢাকায় হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি করা হয়েছে।



ঢাকার এসপিবিএনের অধিনায়ক ড. আক্কাস উদ্দিন ভুইয়াকে সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি করা হয়েছে। ডিএমপির উপ-পুলিশ কমিশনার জাহাঙ্গীর হোসেন মাতুব্বরকে র‌্যাবের পরিচালক (অতিরিক্ত ডিআইজি) করা হয়েছে। ঢাকার পিবিআইয়ের পুলিশ সুপার মো. মোরশেদ আলমকে রেলওয়ে রেঞ্জের ডিআইজি করা হয়েছে।



ডিএমপির উপ-পুলিশ কমিশনার একরামুল হাবীবকে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি করা হয়েছে। বান্দরবন জেলার পুলিশ সুপার দেবদাস ভট্টাচায্যেকে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার করা হয়েছে। ঢাকার উপ-পুলিশ কমিশনার খন্দকার লুৎফুর কবিরকে ডিএমপির জয়েন্ট পুলিশ কমিশনার করা হয়।



পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি মোহা. আবদুল আলীম মাহমুদকে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি করা হয়েছে। এসবির পুলিশ সুপার তওফিক মাহবুব চৌধুরীকে এসবির অতিরিক্ত ডিআইজি করা হয়েছে। সিআইডির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মুসলিমকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি করা হয়। ডিএমপির উপ-পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়কে র‌্যাবের পরিচালক (অতিরিক্ত ডিআইজি) করা হয়েছে।



(ঢাকাটাইমস/১৭মে/এইচআর/এমএম)