প্রশাসনে ৯ উপসচিব পদে রদবদল
নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
২০ মে, ২০১৫ ১৭:৩২:৪৮
ঢাকা: প্রশাসনে নয় উপসচিব পদে রদবদল করা হযেছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
স্থানীয় সরকার বিভাগের উপসচিব আবু তাহের মুহাম্মদ জাবেরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পদে দেয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আব্দুর রউফ মিয়াকে স্থানীয় সরকার বিভাগের উপসচিব করা হযেছে।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপপরিচালক আজিজুল ইসলামকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব পদে দেয়া হয।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব সহিদুল ইসলামকে জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব খাদিজা নাজনীনকে জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালযের উপসচিব এস এম আবুল কাদেরকে ভুমি মন্ত্রণালয়ের উপসচিব করা হযেছে।
উপসচিব মুহাম্মদ রেজাউল কবিরকে সরকারি যানবাহন অধিদপ্তরে সংযুক্তি দেয়া হয়েছে।
জনপ্রশাসনের উপসচিব শাহানুর আলম খানকে সরকারি যানবাহন অধিদপ্তরে সংযুক্তি দেয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কামরুল চৌধুরীকে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব করা হয়েছে।
(ঢাকাটাইমস/২০মে/এইচআর/এমএম)