logo ০৫ মে ২০২৫
এনামুল হক চৌধুরীর চুক্তির মেয়াদ বৃদ্ধি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৪ মে, ২০১৫ ১৮:২৩:৩২
image

ঢাকা: ভারতের নয়া দিল্লির বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে এনামুল হক চৌধুরীর চুক্তির মেয়াদ এক বছর বৃদ্ধি করেছে সরকার। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।


নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে এনামুল হক চৌধুরীর চুক্তির মেয়াদ আগামী ১৬ জুন শেষ হবে। পূর্বের চুক্তির ধারাবাহিকতায় আগামী এক বছরের জন্য মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।


এছাড়া সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (যুগ্মসচিব) শামসুল আলম চৌধুরীকে ঢাকা যানবাহন সমন্বয় বোর্ডের পরিচালক করা হয়েছে। সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের উপ-পরিচালক (উপসচিব) তন্ময় দাসকে সতর্ক করা হয়েছে।


(ঢাকাটাইমস/২৪মে/এইচআর/এমএম)