বিমান বাহিনীর নতুন প্রধান আবু এসরার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৪ জুন, ২০১৫ ২৩:০৩:১৩
ঢাকা: এয়ার ভাইস মার্শাল আবু এসরার-কে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান পদে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাকে আগামী ১২ জুন অপরাহ্ন থেকে ২০১৮ সালের ১২ জুন অপরাহ্ন পর্যন্ত ৩ বছর মেয়াদে নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (০৪ জুন) প্রজ্ঞাপন জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বিমান বাহিনীর বর্তমান প্রধান ইনামুল বারী ১২ জুন চাকরি থেকে অবসরে যাবেন।
(ঢাকাটাইমস/৪জুন/এমএটি)