logo ০৫ মে ২০২৫
পুলিশের ৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০১ জুন, ২০১৫ ১৮:৫২:১২
image

ঢাকা: পুলিশের চারজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ফারজানা জেসমিন।


এতে বাংলাদেশ পুলিশের ডিআইজি (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) মো. শাহাব উদ্দিন কোরেশীকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিআইজি), ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিআইজি) ব্যারিস্টার মাহবুবুর রহমানকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের ডিআইজি, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খন্দকার গোলাম ফারুককে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিআইজি, চলতি দায়িত্বে) এবং খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. দিদার আহম্মদকে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিআইজি, চলতি দায়িত্বে) পদে বদলি করা হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।


(ঢাকাটাইমস/১জুন/এমএম)