ঘুষ নেওয়ার অভিযোগে আশুলিয়ায় এসআই ক্লোজড
সাভার প্রতিনিধি, ঢাকটাইমস
০২ জুন, ২০১৫ ১৫:২০:০৪
সাভার : সাভারের শুক্কুর মিয়া নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে ঘুষ নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগে আশুলিয়া থানার এক এসআইকে ক্লোজড করেছে ঢাকা জেলা পুলিশ কর্তৃপক্ষ।
ক্লোজড হওয়া আশুলিয়া থানার ওই উপ-পরিদর্শকের নাম শফিকুল ইসলাম সুমন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ওই এসআইকে ক্লোজড করার বিষয়টি নিশ্চিত করেছেন।
মাদক ব্যবসায়ী শুক্কুর মিয়ার স্ত্রী রোজিনা বেগম জানান, গত ২২মে সন্ধ্যা ৭ টার দিকে আশুলিয়ার দোসাইদ এলাকা থেকে মাদক ব্যবসার অভিযোগে তার স্বামী শুক্কুরকে আটক করে পুলিশ। পরে একটি মাইক্রোবাসে করে তাকে থানায় নিয়ে যান আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম সুমন। পরে তাকে ৯০ হাজার টাকা নিয়ে ছেড়ে দেন তিনি।
এদিকে ঘুষের টাকা নিয়ে মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেওয়ার অভিযোগ তদন্ত করে প্রমাণিত হওয়ায় ঢাকা জেলা পুলিশ কর্তৃপক্ষ এসআইকে আজ ক্লোজ করেন বলে জানান আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল।
(ঢাকাটাইমস/২জুন/প্রতিনিধি/ইইউ)