১৭৯৫ শিক্ষক-কর্মকর্তার পদোন্নতি ও গ্রেড পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৮ জুন, ২০১৫ ১৮:১৪:৩৭
ঢাকা: সারাদেশের স্কুল-কলেজের ১৭৯৫ জন শিক্ষকদের পদোন্নতি, গ্রেড পরিবর্তন ও চাকরি স্থায়ী করেছে শিক্ষা মন্ত্রণালয়।
সচিবালয়ে সোমবার শিক্ষাসচিব মো. নজরুল ইসলাম খানের সভাপতিত্বে দু’টি বিভাগীয় পদোন্নতি সভায় এ সিদ্ধান্ত প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সুবোধ চন্দ্র ঢালী।
সভায় শিক্ষা মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৫ম গ্রেডে আট বছর সন্তোষজনক চাকরিকাল পূর্তিতে ৫৮৫ জন সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপককে ৪র্থ গ্রেড প্রদান করা হয়েছে। লাইব্রেরিয়ান পদ থেকে লাইব্রেরি উন্নয়ন কর্মকর্তা পদে একজনকে পদোন্নতি দেয়া হয়েছে।
উল্লেখ্য, সারাদেশে লাইব্রেরি উন্নয়ন কর্মকর্তার একটিই পদ। এ পদে এই প্রথম কাউকে পদোন্নতি দেয়া হলো। ভিন্ন আরেক সভায় ৫৮৫ জন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার চাকরি স্থায়ী করা হয়েছে। সভায় ২০২ জন প্রধান শিক্ষকের পদ ৬ষ্ঠ গ্রেডে উন্নীত করা হয়েছে।
(ঢাকাটাইমস/৮জুন/এইচআর/জেবি)