logo ০৫ মে ২০২৫
১৪৯ কর্মকর্তা পেলেন সিলেকশন গ্রেড
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৪ জুন, ২০১৫ ২০:১৬:২৯
image

ঢাকা: অষ্টম বেতন স্কেল কার্যকর হওয়ার এক সপ্তাহ আগে জনপ্রশাসনের ১৪৯ জন কর্মকর্তাকে সিলেকশন গ্রেড দিয়েছে সরকার।


চাকরিতে চার বছর পূর্ণ করায় প্রশাসন ক্যাডারের নবম গ্রেডভুক্ত এই কর্মকর্তাদের চাকরি স্থায়ী করার পাশাপাশি ‘রেকর্ড সন্তোষজনক’ হওয়ায় তাদের সপ্তম গ্রেডের শতভাগ সিলেকশন গ্রেড দেওয়া হচ্ছে।


বুধবার এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, ১৪৯ জন কর্মকর্তার সিলেকশন গ্রেড ২০১৪ সালের ১ ডিসেম্বর থেকে কার্যকর ধরা হবে।


অষ্টম বেতন স্কেল কার্যকর হচ্ছে আগামী ১ জুলাই থেকে। গত সপ্তাহে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছিলেন, নতুন বেতন স্কেল শিগগিরই চূড়ান্ত করা হবে।


প্রস্তাবিত অষ্টম বেতন স্কেলে সিলেকশন গ্রেডের পাশাপাশি টাইম স্কেল বাতিলের সুপারিশ করা হয়। সরকারি কর্মকর্তা-কর্মাচারীরা এ নিয়ে ক্ষোভ জানালেও এ বিষয়ে এখনও সরকারের তরফ থেকে কোনো বক্তব্য আসেনি।


(ঢাকাটাইমস/২৪জুন/এইচআর/এমএম)