logo ০৫ মে ২০২৫
৯ উপসচিব পদে বদলি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৪ জুন, ২০১৫ ১৬:১৮:০৮
image

ঢাকা: প্রশাসনে নয় উপসচিব পদে বদলি করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়রে থেকে সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ্ এম গোলাম কিবরিয়াকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক করা হয়েছে।


এ কে এম রফিকুল ইসলামকে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উপপরিচালক করা হয়েছে।


এ কে এম শহীদুল্লাহকে উচ্চ শিক্ষা মান উন্নয়ন প্রকল্পের রির্সাস অফিসার করা হয়েছে।


দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপপরিচালক মাহবুবুর রহমানকে কৃষি মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমানকে অথনৈতিক সম্পর্ক বিভাগে বদলি করা হয়।


কৃষি অধিদপ্তরের বিপণনের উপপরিচালক জিল্লুর রহমানকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব করা হয়।


অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব আব্দুল ওহাব খানকে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হযেছে।


উচ্চ শিক্ষা মান উন্নয়ন প্রকল্পের রিসার্স অফিসার জামাল আব্দুল নাসেরকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে উপসচিব পদে দেয়া হয়েছে।


ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ডর উপসচিব রেজাউল ইসলামকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে।


(ঢাকাটাইমস/২৪জুন/এইচআর/জেবি)