পাবলিক সার্ভিস ডে মঙ্গলবার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২২ জুন, ২০১৫ ১৮:৪৫:১৩

ঢাকা: “সিভিল সার্ভিস হোক সেবামুখী ও জনমুখী” এ প্রতিপাদ্য নিয়ে আগামীকাল মঙ্গলবার উদযাপিত হবে ‘পাবলিক সার্ভিস ডে। শুধু বাংলাদেশেই নয় জাতিসংঘের উদ্যোগে সারা বিশ্বেই দিবসটি পালিত হবে।
দিবসটি পালনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারদের চিঠি দেয়া হয়েছে। ওইদিন ভালো কাজের জন্য প্রশাসনের কর্মকর্তাদের পুরস্কার দেয়ার কথা বলা হয়েছে।
এ বছর দিবসটি পালনে এটুআই প্রোগ্রাম, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগ একত্রে কাজ করছে।
এই প্রথম প্রশাসনের কর্মকর্তাদের ভালো কাজের জন্য পুরস্কার দেয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড.কামাল আবদুল নাসের চৌধুরী। তিনি ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রশাসনের কর্মকর্তারা জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারছে। এই দিনটি বিশ্বের বিভিন্ন দেশের মতো আমাদের দেশেও পালিত হবে। এ জন্য আমাদের পক্ষ থেকে কর্মসূচি নেয়া হয়েছে। এবার প্রশাসনের দক্ষ কর্মকর্তাদের পুরস্কার দিচ্ছে সরকার।
তিনি বলেন, আমাদের দেশে সিভিল সার্ভিসে প্রবেশকালে কর্মকর্তাদের ধারণা দেয়া হয়- সিভিল সার্ভিসের জন্য জনগণ নয় বরং জনগণের জন্যই সিভিল সার্ভিস।
কিন্তু বাস্তবে এর উল্টোটাই ঘটছে।
তবে পাবলিক সার্ভিস ডে-তে আদৌ দক্ষ, সৎ ও মেধাবী কর্মকর্তারা পুরস্কার পাবেন কি না এ বিষয়ে সন্দেহ রয়েছে সাবেক সচিব এ এস এম আলী কবীরের।তিনি ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রশাসনের কাছে জনগণের যে প্রত্যাশা ছিল সেটা পূরণ করতে পারেনি প্রশাসনের কর্মকর্তারা। বড় কর্মকর্তাদের দুর্নীতি, স্বজনপ্রীতি, অনিয়ম ও রাজনৈতিক দলের প্রতি অধিক আনুগত্যই এর প্রধান কারণ।
এছাড়া তিনি মনে করেন, বিগত এক দশকে রাজনৈতিক সরকার যেভাবে পদোন্নতিতে হস্তক্ষেপ করছেন এর ফলে কাঙ্ক্ষিত প্রশাসন পাওয়া আর সম্ভব নয়। তিনি বলেন, অবস্থা এমন এক পর্যায়ে দাঁড়িয়েছে, প্রমোশন ও রাজনৈতিক আনুগত্য সমানতালেই চলবে। ফলে অনেক মেধাবীরা স্বেচ্ছায় চাকরি ছেড়ে বিদেশে পাড়ি জমাচ্ছেন।
(ঢাকাটাইমস/২২জুন/এইচআর/জেবি)