logo ০৫ মে ২০২৫
প্রধানমন্ত্রীর নতুন প্রেসসচিবের কাজে যোগদান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৮ জুন, ২০১৫ ১৪:৫০:৫৭
image

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নবনিযুক্ত প্রেসসচিব ইহসানুল করিম কাজে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে তিনি কাজে যোগ দেন।


এর আগে গত ১৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন প্রেসসচিব হিসেবে নিয়োগ পান বিশিষ্ট সাংবাদিক ইহসানুল করিম।


বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক ইহসানুল করিম এর আগে রাষ্ট্রপতি আবদুল হামিদের প্রেসসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।


১৯৭২ সালে বাসসে স্টাফ রিপোর্টার হিসেবে যোগ দেন ইহসানুল করিম। এরপর তিনি ওই প্রতিষ্ঠানের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।


নতুন এই যোগদানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর সদ্যবিদায়ী প্রেসসচিব একেএম শামীম চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন তিনি।


যোগদানের পরবর্তী এক বছর মেয়াদে অন্য সব প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে চুক্তিভিত্তিক এই নিয়োগ কার্যকর হলো।


(ঢাকাটাইমস/১৮জুন/এমআর)