প্রশাসনে এক এডিসি ও পাঁচ ইউএনওকে বদলি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৭ জুন, ২০১৫ ২১:১৯:৫৭

ঢাকা: প্রশাসনে এক অতিরিক্ত জেলা প্রশাসক ও পাঁচ উপজেলা নির্বাহী অফিসারকে বদলি করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
গাইবান্দা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক আবু বকর সিদ্দিককে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ দিয়ে তার চাকরি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সম্পর্তিক স্থায়ী কমিটির সভাপতি একান্ত সচিব মোহাম্মদ জসিম উদ্দিনকে উপজেলা নির্বাহী অফিসার হিসাবে সিলেট বিভাগে বদলি করা হয়েছে।
শরিয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েলকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সম্পর্তিক স্থায়ী কমিটির সভাপতি একান্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রমেন্দ্র নাথ বিশ্বাসকে উপজেলা নির্বাহী অফিসার হিসাবে ঢাকা বিভাগে ন্যস্ত করা হয়েছে।
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মোস্তফা মোরশেদকে তথ্য সচিবের একান্ত সচিব হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল ইসলাম ভুইয়াকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। এছাড়া এক সিনিয়র সহকারী সচিবকে বদলি করা হয়েছে।
(ঢাকাটাইমস/১৭জুন/এইচআর/এমএম)