logo ০৪ মে ২০২৫
অতিরিক্ত সচিব, যুগ্মসচিব ও উপসচিব পদে বদলি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০২ জুলাই, ২০১৫ ১৮:৩৫:৪৪
image

ঢাকা: প্রশাসনে দুই অতিরিক্ত সচিব ও নয় যুগ্মসচিব এবং দুই উপসচিব পদে বদলি করা হয়েছে।


বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রফিকুজ্জামানকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।


স্কিলস ডেভলপমেন্ট প্রজেষ্ট প্রকল্পের পরিচালক চৌধুরী মুফাদ আহমেদকে শিক্ষামন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।


বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের সচিব জ্যোতির্ময় সমদ্দারকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করে জনপ্রশাসনে বদলি করা হয়।


ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রকল্প পরিচালক হেদায়েত উল্লাহ চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব পদে বদলি করা হয়েছে।


বি.টি্.এম.সির পরিচালক আব্দুর রাজ্জাকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রকল্প পরিচালক পদে দেয়া হযেছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্ত (যুগ্মসচিব) আবিদুর রহমানকে সরকারি কর্মকমিশন সচিবালয়ের পরিচালক পদে দেয়া হয়েছে।


স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বদলির আদেশাধীন যুগ্মসচিব হাবিবুর রহমানকে বি.টি.এম.সির পরিচালক পদে দেয়া হযেছে।


স্থানীয় সরকার বিভাগের প্রণয় কান্তি বিশ্বাসকে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের সচিব করা হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) রফিকুল ইসলামকে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ এর পরিচালক করা হয়েছে।  


জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. জাকির হোসেনকে আরবান পাবলিক এন্ড এনভায়রনমেন্টাল উপপ্রকল্প পরিচালক করা হয়েছে।


পাবলিক প্রাইভেট পার্টনারশীপ অফিসের ডেপুটি ম্যানেজার উত্তম কুমারকে আরবান পাবলিক এন্ড এনভায়রনমেন্টাল উপ প্রকল্প পরিচালক করা হয়েছে।


এছাড়া জনপ্রশাসনের জাফর রাজা চৌধুরীকে তথ্য কমিশনের পরিচালক পদে বদলি করা হয়েছে এবং কুমিল্লা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সানাউল হককে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা করা হয়েছে।


(ঢাকাটাইমস/২জুলাই/এইচআর/এমএম)