সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০২ জুলাই, ২০১৫ ১৫:১২:১৪
ঢাকা: প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমকে সচিব পদমর্যাদা দেওয়া হয়েছে।
গত ১৫ জুন প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসাবে নিয়োগ পান বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক ইহসানুল করিম। অন্যসব প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে এক বছরের চুক্তিতে তাকে নিয়োগ দেওয়া হয়।
সেই নিয়োগ আদেশ সংশোধন করে ইহসানুল করিমকে সচিব পদমর্যাদা দিয়ে বৃহস্পতিবার আরেকটি আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
ইহসানুল করিম সর্বশেষ রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২৫ মে ওই পদে তার চুক্তির মেয়াদ শেষ হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অপর আদেশে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) অতিরিক্ত সচিব ফায়েকুজ্জামান চৌধুরীকে অবসরোত্তর ছুটি বাতিল করে এক বছরের জন্য চুক্তিতে ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।
(ঢাকাটাইমস/২জুলাই/এমআর)