কারিগরি অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্বে অশোক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৯ জুন, ২০১৫ ১৮:৪৪:৫৭
ঢাকা: শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (কারিগরি) অশোক কুমার বিশ্বাসকে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার শিক্ষা মন্ত্রণালয় আদেশ জারি করেছে। এ আদেশে অশোককে অধিদপ্তরের মহাপরিচালকের বাড়তি দায়িত্ব দেয়া হয়েছে। কারিগরি অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. শাহজাহান মিঞাঁ ২৯ জুন অবসরে যাচ্ছেন।
তার অবসরোত্তর ছুটি মঞ্জুর করে রবিবার আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
(ঢাকাটাইমস/২৯জুন/এইচআর/জেবি)