কৃষি অধিদপ্তরের ডিজি হলেন হামিদুর রহমান
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৫ জুলাই, ২০১৫ ২১:২০:৪৩
ঢাকা: কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিইএ) মহাপরিচালক (ডিজি) হিসেবে যোগ দিয়েছেন কৃষিবিদ মো. হামিদুর রহমান।
রবিবার কৃষি তথ্য সার্ভিসের বেতার কৃষি অফিসার গোলাম মাওলা সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ৩০ জুন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিজি হিসাবে হামিদুর রহমান তার দায়িত্ব বুঝে নিয়েছেন। সাবেক ডিজি কৃষিবিদ এ জেড এম মমতাজুল করিমের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।
এর আগে ডিইএ এর আওতায় এডিবি এর অর্থায়নে পরিচালিত দ্বিতীয় শস্য বহুমুখীকরণ প্রকল্পের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন হামিদুর রহমান।
১৯৫৮ সালের ১৬ জানুয়ারি মাসে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায় জন্ম নেওয়া এ কৃষিবিদ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।
এরপর ১৯৮২ সালে থানা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। হামিদুর রহমান ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভিয়েতনাম, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে নানা ধরনের প্রশিক্ষণ ও কর্মশালায় অংশ নিয়েছেন।
(ঢাকাটাইমস/৫জুলাই/এইচআর/এমএম)