logo ০৪ মে ২০২৫
আট যুগ্মসচিব পদে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৬ জুলাই, ২০১৫ ১৭:৫৩:৫৫
image

ঢাকা: জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমানকে বিপিএটিসিতে সংযুক্তি দেয়া হয়েছে। মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক ড. আলী আকবরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।


রাজশাহীর রেশন উন্নয়ন বোর্ডের সদস্য বেগম জোবেদা খাতুনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বেগম আফিয়া খাতুনকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব করা হয়েছে। গাজীপুরের জেলা প্রশাসক নুরুল ইসলামকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব করা হয়েছে।


সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।


পৃথক আরেক আদেশে গভর্নমেন্ট প্রিন্টিং প্রেসের উপ-পরিচালক মুহাম্মদ আল-আমিনকে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক করা হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. শাহাদৎ হোসেনকে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক করা হয়েছে। শিল্পকলা একাডেমির পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেনকে বাংলা একাডেমির সচিব করা হয়েছে।


(ঢাকাটাইমস/৬জুলাই/এইচআর/এমএম)