logo ০৪ মে ২০২৫
কেনিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৩ জুলাই, ২০১৫ ১৭:০১:১৩
image

ঢাকা: সরকার কেনিয়ায় বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ হুমায়ুন কবিরকে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।


মেজর জেনারেল হুমায়ুন কবির ১৯৮০ সালের ২১ ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন।


আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।


জেনারেল কবির তার দীর্ঘ কর্মজীবনে সেনাকল্যাণ সংস্থার চেয়ারম্যান, রাষ্ট্রপতির সামরিক সচিব, বাংলাদেশ প্রফেশনাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, আর্মি ট্রেনিং ও ডকট্রিন কমান্ডের চিফ অব ডকট্রিন, মোজাম্বিকে জাতিসংঘ মিশনের বানব্যাট-১ এর জেনারেল স্টাফ অফিসার ফাস্ট গ্রেড এবং চিফ অব অপারেশন। তার বই পড়ার অভ্যাস, গবেষণা ও গলফ খেলায় আগ্রহ রয়েছে। হুমায়ুন কবির বিবাহিত এবং তার দুই সন্তান রয়েছে।


(ঢাকাটাইমস/১৩জুলাই/জেবি)