পাঁচ ইউএনওকে এডিসি পদে নিয়োগ
নিজস্ব প্রদিতবেদক, ঢাকাটাইমস
১২ জুলাই, ২০১৫ ১৬:১৫:০৩
ঢাকা: পাঁচ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদে বিভিন্ন জেলায় নিয়োগ দেওয়া হয়েছে।
রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
নিয়োগ পাওয়া কর্মকর্তারা হলেন, দিনাজপুর জেলার চিলির বন্দর উপজেলার নির্বাহী অফিসা্র মোহাম্মদ মিজানুর রহমানকে রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক করা হযেছে।
নড়াইল জেলার লোহাগড়া উপজেলার নির্বাহী অফিসার মোকতার হোসেনকে নোয়াখালী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক করা হয়েছে।
দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামানকে খুলনা জেলা অতিরিক্ত সচিব করা হয়েছে।
নাটোর জেলার সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম সালমা খাতুনকে পাবনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক করা হয়েছে।
নওগাঁর পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার মো. আখতার মামুনকে হরিগঞ্জে জেলার অতিরিক্ত জেলা প্রশাসক করা হয়েছে।
(ঢাকাটাইমস/১২জুলাই/এইচআর/জেবি)