logo ০৪ আগস্ট ২০২৫
পিডিবির নতুন চেয়ারম্যান কে এম হাসান
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২০ জুলাই, ২০১৫ ১৮:২১:২৯
image

ঢাকা: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন প্রকৌশলী খোন্দকার মাকছুদুল হাসান (কে এম হাসান)।


পিডিবির ৩২তম চেয়ারম্যান হিসাবে যোগদানের আগে তিনি পিডিবি’র সদস্য বিতরণ হিসাবে দায়িত্ব পালন করছিলেন।


কে এম হাসান ১৯৫৭ সালের ২ জানুয়ারি নারায়াণগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি অর্জন করেন ১৯৭৯ সালে।


১৯৮০ সালে পিডিবির প্রশিক্ষণ ও পেশা উন্নয়ন পরিদপ্তরে সহকারী প্রকৌশলী হিসাবে যোগদান করেন কে এ হাসান। পরবর্তীতে তিনি উপ-বিভাগীয় প্রকৌশলী হিসাবে নকশা ও পরিদর্শন-২ পরিদপ্তর, বৈদ্যুতিক সরঞ্জাম পরিদপ্তর এবং নির্বাহী প্রকৌশলী হিসাবে মেঘনাঘাট ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পে দায়িত্ব পালন করেন।


কে এম হাসান পরিচালক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) হিসাবে নকশা ও পরিদর্শন-২ পরিদপ্তর, চিফ স্টাফ অফিসার টু চেয়ারম্যান এবং ইজিসিবি লিমিটেডে দায়িত্ব পালন করেন।


প্রধান প্রকৌশলী সার্ভিসেস, প্রধান প্রকৌশলী পরিকল্পনা ও উন্নয়ন, প্রধান প্রকৌশলী বিতরণ প্রকল্প ও প্রধান প্রকৌশলী উৎপাদনের দায়িত্ব পালন করেছেন তিনি।


জনাব হাসান প্রশিক্ষণ ও পেশাগত কাজে জার্মানি, ফ্রান্স, সুইডেন, ফিনল্যান্ড, জাপান, চীন, ভারত, ভুটান ও কাতার সফর করেন।


(ঢাকাটাইমস/২০জুলাই/এমআর)