logo ০৪ মে ২০২৫
২৪ অধিবেশনে সাজবে জেলা প্রশাসক সম্মেলন-২০১৫
হাবিবুর রহমান, ঢাকাটাইমস
২০ জুলাই, ২০১৫ ১২:২২:২৩
image

ঢাকা: আগামী ২৮ জুলাই শুরু হচ্ছে তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন। ৩৯টি মন্ত্রণালয় ও প্রথানমন্ত্রীর কার্যালয়ের ওপর আলোচনার জন্য সম্মেলনকে ২২টি অধিবেশনে সাজিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।


গত ২৯ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিবের সভাপতিত্বে অনুষ্ঠেয় জেলা প্রশাসক সম্মেলন-২০১৫ সুষ্ঠুভাবে সম্পন্ন জন্য আয়োজিত সমন্বয় সভায় এ কর্মসূচি অনুমোদন দেয়া হয়।


মন্ত্রিপরিষদ বিভাগের অনুমোদিত কর্মসূচিতে বলা হয়েছে, আগামী ২৮ জুলাই মঙ্গলবারের প্রথম দিন কর্মসূচিকে পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে। তিন দিনের কর্মসূচিগুলো হলো-


২৮ জুলাই


সকাল ৯টা ৩০ মিনিটে পুরাতন সংসদ ভবনস্থ প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রথম অধিবেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


সকাল সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে করবী হলে মুক্ত আলোচনায় অংশ নেবেন জেলা প্রশাসকরা। দিনভর শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, অর্থ, মুক্তিযুদ্ধ বিষয়ক, গৃহায়ণ ও গণপূর্ত ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় নিয়ে অলোচনা অনুষ্ঠিত হবে।


২৯ জুলাই


বুধবার পরিবেশ ও বন মন্ত্রণলায়, ভূমি, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, পররাষ্ট্র ও শ্রম কর্মসংস্থা্ন, শিল্প ও বাণিজ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, খাদ্য এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় নিয়ে আলোচনা হবে।


এছাড়া কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নিয়ে আলোচনা হবে। এরপর বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রশাসকরা।


৩০ জুলাই


বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয় ছাড়াও সংস্কৃতি, যুব ও ক্রীড়া, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, পাট ও বস্ত্র, পানি সম্পদ, নৌ-পরিবহন, আইন, বিচার ও সংসদ, সমাজ কল্যাণ, ধর্ম, জনপ্রশাসন নিয়ে জেলা প্রশাসকরা আলোচনায় অংশ নেবেন।


সম্মেলনে দেশের ৬৪ জেলার প্রশাসকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দিয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ সরকারের নীতি-নির্ধারকরা।


তিন দিনে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময় করে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দিয়ে থাকেন।


(ঢাকাটাইমস/১৭জুলাই/এইচআর/এআর.)