logo ০৪ মে ২০২৫
প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিকিৎসক সুরাইয়া আকবরের মেয়াদ বৃদ্ধি
নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
১৬ জুলাই, ২০১৫ ২০:৪১:১৮
image

ঢাকা: প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার ডা. সৈয়দা সুরাইয়া আকবরের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।


বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।


আদেশে বলা হয়েছে, প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার পদে প্রেষণে কর্মরত অধ্যাপক ডা. সৈয়দা সুরাইয়া আকবরকে তার অবসর উত্তর ছুটি বাতিলের শর্তে আগামী ১৮ আগস্ট যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন এই পদে থাকবেন ততদিন ডা: সৈয়দা সুরাইয়া আকবরকে স্বপদে চুক্তিভিক্তিক নিয়োগ প্রদান করা হলো।


প্রাথমিক শিক্ষা জন্য উপবৃত্তি শীর্ষক প্রকল্পের প্রেষেণে চারজন কর্মকর্তার ৬য় মাস বৃদ্ধি করা হয়েছে। অপরদিকে প্রশাসনে তিন জন উপসচিবের দপ্তর বদল করা হয়েছে।


(ঢাকাটাইমস/১৬জুলাই/এইচআর/এমএম)