logo ০৪ মে ২০২৫
বিটিসিএলের এমডি হলেন গোলাম ফখরুদ্দীন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৮ জুলাই, ২০১৫ ১৬:৩৯:৩৬
image

ঢাকা: বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন গোলাম ফখরুদ্দীন আহমেদ চৌধুরী।


আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়েছে।

বিসিএস (টেলিযোগাযোগ) ক্যাডারের কর্মকর্তা গোলাম গোলাম ফখরুদ্দীন আহমেদ চৌধুরী এ নিয়োগের আগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন ইলেকট্রনিক স্বাক্ষর সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষের নিয়ন্ত্রক (অতিরিক্ত সচিব) ছিলেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, তাঁকে প্রেষণে নিয়োগের জন্য তাঁর চাকরি ডাক ও টেলিযোগাযোগ বিভাগে ন্যস্ত করা হয়েছে।


(ঢাকাটাইমস/২৮জুলাই/এইচআর/জেবি)