প্রবাসীকল্যাণমন্ত্রী ও খাদ্য প্রতিমন্ত্রীর পিএস নিয়োগ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৭ জুলাই, ২০১৫ ১৯:০৫:০৬
ঢাকা: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির একান্ত সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক মুঃ মোহসিন চৌধুরীকে।
এছাড় খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদের একান্ত সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে স্বরাস্ট্র মন্ত্রণালয়ের উপসচিব হাবিবুর রহমানকে।
আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত দুটি আদেশ জারি করা হয়েছে।
ঢাকাটাইমস/২৭ জুলাই/ এইচআর/এআর/ ঘ.)