বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আকরাম
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৯ জুলাই, ২০১৫ ১৮:৫১:৩২
ঢাকা : ড. মো: আকরাম হোসেন চৌধুরীকে দুই বছরের জন্য বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া ১৬ যুগ্মসচিব এবং ৯ অতিরিক্ত জেলা প্রশাসককে রদবদল করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
আদেশে বলা হযেছে, ড. মো: আকরাম হোসেন চৌধুরীকে অন্যান্য সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম- সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে গ্রেড-১ বেতনক্রমে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।
এছাড়া অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়োজিত মন্ত্রীর সকহারী একান্ত সচিব হিসেবে কর্মরত তানভীর বাশারকে প্রত্যাহার করে পরিকল্পনা মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
(ঢাকাটাইমস/২৯জুলাই/ এইচআর/এমএম)