logo ০৪ মে ২০২৫
মিকাইল শিপারকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ
নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
২৯ জুলাই, ২০১৫ ১২:০৪:৪৫
image

ঢাকা: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপারকে দুই বছরের জন্য একই মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক নিয়েোগ দিয়েছে সরকার।


বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।


সচিব মিকাইল শিপারের পহেলা আগস্ট থেকে অবসরে যাওয়ার কথা ছিল। তার আগেই অবসরোত্তর ছুটি বাতিল করে দুই বছরের জন্য মেয়াদ বৃদ্ধি করা হল। আগামী ২ আগস্ট যোগদানের তারিখ থেকে নতুন মেয়াদ শুরু হবে।


(ঢাকাটাইমস/২৯জুলাই/এইচআর/ইএস)