logo ০৪ মে ২০২৫
প্রশাসনে ১৫ উপসচিব পদে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০২ আগস্ট, ২০১৫ ১৭:৪৫:১১
image

ঢাকা: প্রশাসনে ১৫ উপসচিব পদে রদবদল করা হয়েছে। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।


এ সব কর্মকর্তারা হলেন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক বরাদ হোসেন চৌধুরীকে খুলনা সিটি কর্পোরেশনের সচিব পদে দেয়া হয়েছে । জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা এ.টি.এম. সাইফুল ইসলামকে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের উপ-পরিচালক পদে বদলি করা হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা বেগম ওয়াহিদা সুলতানাকে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের উপ-পরিচালক পদে বদলি করা হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা বেগম শিরীন রুবীকে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের উপ-পরিচালক পদে বদলি করা হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা বেগম ফাহমিদা আখতারকে বিনিয়োগ বোর্ডের পরিচালক পদে দেয়া হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা চৌধুরী মো: হামিদ আল মাহবুবকে বিনিয়োগ বোর্ডের পরিচালক পদে দেয়া হয়েছে।


চট্টগ্রাম মহিলা সহায়তা কর্মসূচির উপ-পরিচালক বেগম ইশরাত জামানকে চট্টগ্রাম সেনানিবাসের সাময়িক ভু-সম্পত্তি কর্মকর্তার পদে দেয়া হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা জাহিদ হোসেন মুন্সিকে skill & traning Enhancement এর উপ-পরিচালক পদে দেয়া হয়েছে।


skill & traning Enhancement এর উপ-পরিচালক এ জে এম আব্দুল্লাহেল বাকীকে সমাজ কল্যাণ মন্ত্রলনায় বদলি করা হয়েছে।


স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো: শওকত আলীকে বিদ্যুৎ বিভাগে দেয়া হযেছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা রাশেদা জামানকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা মহিউদ্দিন খানকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব পদে দেয়া হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা বেগম ইলিয়া সুমনাকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব পদে দেয়া্ হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা মশিউর রহমানকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব পদে দেয়া্ হয়েছে। এছাড়া ব্রাক্ষণবাড়িয়ার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক রিপন চাকমাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে দেয়া হয়েছে।


(ঢাকাটাইমস/২আগস্ট/এইচআর/এমএম)