logo ০৪ মে ২০২৫
দুদকের মহাপরিচালক হলেন ফরিদ আহমেদ ভুঞা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৩ আগস্ট, ২০১৫ ১৯:৩৬:৪২
image

ঢাকা: কক্সবাজার শরনার্থী ত্রাণ ও পুনর্বাসন কমিশনার ফরিদ আহমেদ ভুঞাকে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়ে তাকে মন্ত্রিপরিষদ বিভাগে ন্যস্ত করা হয়েছে।


সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ আব্দুল মান্নানকে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের পরিচালক পদে বদলি করা হয়েছে।  


স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত (ওএসডি) কর্মকর্তা পরিমল কুমারকে ক্লাইমেট চেঞ্জ ট্রাস্টের পরিচালক পদে দেয়া হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের ও এসডি কর্মকর্তা আবুল মনসুর মোহাম্মদ শরিফ উদ্দিনকে  ইলেকট্রিক স্বাক্ষর সাটিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষের নিয়ন্ত্রক পদে দেয়া হয়েছে।


শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের পরিচালক আব্দুল লতিফকে জাতীয় সমাজকল্যাণ পরিষদের পরিচালক করা হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা রমজান আলীকে বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সচিব পদে দেয়া হয়েছে।


বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সচিব মো. শওকত নবীকে জাতীয় যাদুঘরের সচিব পদে দেয়া হয়েছে।


ঝিনাইদহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আ. স. ম মৈনুরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) পদে দেয়া হয়েছে।


মাদকদ্রব্য অধিদপ্তরের পরিচালক প্রণব কুমার নিয়োগীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) নিয়োগ পূর্বক স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। তিন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দুই জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদায়ন করা হয়েছে। অপরদিকে বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৩৫ জন সহকারী কমিশনারকে (ভুমি)বিভিন্ন জেলায়  হিসেবে নিয়োগ  দিয়ে তাদের ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।


(ঢাকাটাইমস/৩আগস্ট/এইচআর/এমএম)