দুই কর্মকর্তাকে সতর্ক করলো জনপ্রশাসন মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৪ আগস্ট, ২০১৫ ১৯:৩৫:১৫
ঢাকা: বদলির পরও যোগদান না করায় প্রশাসনে দুই কর্মকর্তাকে সতর্ক করলো জনপ্রশাসন মন্ত্রণালয়।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হযেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের (ঢাকা ওয়াসা) উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে প্রেষণে সচিব মো. আতাউর রহমানকে গত ৭ জলাই বদলিপূর্বক উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ প্রকল্পের পরিচালক পদে প্রেষণে নিযোগ করা হযেছে। কিন্তু তিনি অদ্যাবধি সেই পদে যোগদান করেননি। ৫ আগস্ট তাকে যোগদান করতে বলা হয়েছে। তা না হলে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত করা হবে।
এছাড়া রাজশাহী রেশম উন্নয়ন বোর্ডের সদস্য (যুগ্মসচিব) বেগম জোবাদা খাতুনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যুগ্মসচিব হিসেবে বদলি করা হয়। কিন্তু অদ্যাবধি বদলিকৃত কর্মস্থলে যোগদান করেননি। আগামী ৬ আগস্ট উক্ত কর্মস্থলে যোগদান না করলে বর্তমান কর্মস্থলে থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত করা হবে।
(ঢাকাটাইমস/৪আগস্ট/এইচআর/জেবি)