মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক হলেন তৌফিক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৬ আগস্ট, ২০১৫ ১৮:২৩:৪২
ঢাকা: বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের (টিআর) ডিআইজি সৈয়দ তৌফিক উদ্দিন আহমেদকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (অপারেশন) করা হয়েছে।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা উইং কমান্ডার মোহাম্মদ রিয়াজুল কবীরকে শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের ব্যবস্থাপক পদে প্রেষণে নিয়োগ দিয়ে তার চাকরি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
একই সাথে শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের ব্যবস্থাপক পদে প্রেষণে থাকা বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা উইং কমান্ডর নুর-ই-আলমকে প্রত্যাহার করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহি:প্রচার অনুবিভাগের উপপরিচালক পদে প্রেষণে নিয়োগকৃত বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের কর্মকর্তা বেগম মোসলেমা নাজনীনকে তার নিজ কর্ম-অধিক্ষেত্রে প্রত্যাবর্তনের নিমিত্তে তার চাকরি তথ্য মন্ত্রণালয়ে প্রত্যর্পণ করা হয়েছে।
মৌলভীবাজার সরকারি কলেজের সহকারী অধ্যাপক ড. মো: নুরুল আলমকে বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক করা হয়েছে।
(ঢাকাটাইমস/৬আগস্ট/এইচআর/এমএম)