নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস নিয়োগ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৫ আগস্ট, ২০১৫ ২৩:০০:০৭
ঢাকা: প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তারানা হালিমের একান্ত সচিব হিসাবে দুইজনকে নিয়োগ দেয়া হয়েছে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির সহকারী একান্ত সচিব হিসাবে ইয়াসির মো. আদনানকে নিয়োগ দেয়া হয়েছে।
এছাড়া ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তারানা হালিমের সহকারী একান্ত সচিব হিসাবে ডা. সৈয়দ ইমতিয়াজ আহমেদকে নিয়োগ দেয়া হয়েছে।
মন্ত্রী ও প্রতিমন্ত্রী যতদিন দায়িত্বে থাকবেন ততদিন এ দুজন একান্ত সচিবের দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
(ঢাকাটাইমস/৫আগস্ট/এইচআর/এমআর)