logo ০৩ মে ২০২৫
যুগ্মসচিব ও ১৪ উপসচিব পদে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১১ আগস্ট, ২০১৫ ১৯:০৮:০৩
image

ঢাকা: প্রশাসনের এক যুগ্মসচিব এবং ১৪ উপসচিব পদে রদবদল করা হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক ‍পৃথক আদেশ জারি করা হযেছে।


ক্লাইমেট চেঞ্জ ট্রাস্টের পরিচালক মাহবুব হোসেনকে স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব করা হয়েছে।


মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব জাহাঙ্গীর আলম খানকে কোর্ট অব সেটেলমেন্ট সদস্য করে ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।


জনপ্রশসন মন্ত্রণালয়ে ওএসডি কর্মকর্তা সুবিনয় ভট্টাচার্যকে শিক্ষা মন্ত্রণালয়ে দেয়া হয়েছে।


খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক এস এম অজিউর রহমানকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা করা হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা মো. আশরাফুজ্জামানকে কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক করে কৃষি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।


ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্ধাস্তুদের নির্দিষ্টকরণ ও পুনর্বাসন সম্পর্কিত টাস্কফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ চন্দ চাকমাকে চট্টগ্রাম বিনিয়োগ বোর্ডের উপ-পরিচালক করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা শীশ হায়দার চৌধুরীকে অর্থ বিভাগের উপ-সচিব করা হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা অসিম কুমারদেকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব করা হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. আলফাজ হোসেনকে জাতীয় গ্রন্থকেন্দ্রের সচিব পদে দেয়া হয়েছে।


শিল্প মন্ত্রণালয়ের জুলফিকার আলী হায়দারকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব পদে দেয়া হয়েছে।


স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব খায়রুল কবির মেননকে শিক্ষা মন্ত্রণালয়ের দেয়া হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জাহিদ হোসেন মুন্সিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেয়া হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা মো. ওয়াদুদ হোসেনকে শিক্ষা মন্ত্রণালয়ে দেয়া হয়েছে।


বেসাময়িক বিমান পরিবহন কর্তৃপক্ষ আইন কর্মকর্তা জিএম আব্দুল কাদেরকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে দেয়া হয়েছে।


পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির চিফ ইন্সট্রাস্টর আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খানকে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব পদে বদলি করা হয়েছে।


(ঢাকাটাইমস/১১আগস্ট/এইচআর/জেবি)