উপজেলা শিক্ষা অফিসার পদে পরীক্ষা ২১ আগস্ট
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১২ আগস্ট, ২০১৫ ১৮:৫০:০৫
ঢাকা: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার পদে নিয়োগের জন্য প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২১ আগস্ট অনুষ্ঠিত হবে।
বুধবার সরকারি কর্মকমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই দিন ১০টা থেকে ১১টা পর্যন্ত শুধু ঢাকায় এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় ১৫৯টি শূন্য পদে সরাসরি নিয়োগের জন্য গত ২৬ ফেব্রুয়ারি বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) শেখ শাখাওয়াৎ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রিলিমিনারি পরীক্ষায় কোনো ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।
১০০টি প্রশ্নের প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর, আর প্রতিটি ভুলের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে।
ঢাকার নয়টি কেন্দ্রে বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
গত ২৯ জুন প্রকাশিত আর এক বিজ্ঞপ্তির আওতায় আরও ১৪৪ জন সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার নিয়োগ করা হবে বলে জানায় পিএসসি।
(ঢাকাটাইমস/১২আগস্ট/এইচআর/জেবি)