logo ০৩ মে ২০২৫
স্পেনের রাষ্ট্রদূত হলেন হাসান মাহমুদ খন্দকার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৭ আগস্ট, ২০১৫ ১৭:০১:১৮
image

ঢাকা: বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকারকে তিন বছরের জন্য স্পেনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।


সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।


আদেশে বলা হয়েছে, অবসর উত্তর ছুটি ভোগরত বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকারকে তার অভোগকৃত অবসর উত্তর ছুটি (পিআরএল) বাতিলের শর্তে যোগদানের তারিখ থেকে তিন বছর মেয়াদে স্পেনে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।


গত বছরে পুলিশের সর্বোচ্চ পদ থেকে অবসরে যান হাসান মাহমুদ খন্দকার। ২০০৭ সালের ফেব্রুয়ারিতে আইজিপি পদে নিয়োগের পূর্ব পর্যন্ত র‌্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন হাসান মাহমুদ খন্দকার।


বিসিএস (পুলিশ) ১৯৮২ ব্যাচের সদস্য হিসেবে ১৯৮৪ সালে পুলিশ সার্ভিসে যোগ দেন তিনি।


১৯৮৬ সালে টাঙ্গাইলে এএসপি (সার্কেল) হিসেবে পুলিশ সার্ভিসে বর্ণাঢ্য কর্মজীবন শুরু করেন হাসান মাহমুদ। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিসি, অতিরিক্ত পুলিশ সুপার সিলেট, পুলিশ সুপার টাঙ্গাইল, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ/পশ্চিম) ঢাকা মেট্রোপলিটন পুলিশ, অতিরিক্ত কমিশনার খুলনা মেট্রোপলিটন পুলিশ, প্রিন্সিপ্যাল পুলিশ একাডেমি, ডিআইজি (প্রশাসন) পুলিশ সদর দপ্তর, অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (ট্রেনিং) পুলিশ সদর দপ্তর, অতিরিক্ত আইজি স্পেশাল ব্রাঞ্চসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেন।


তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে কৃতিত্বের সাথে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। সাবেক এই র‌্যাব মহাপরিচালক যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রসহ দেশে-বিদেশে বিভিন্ন পেশাগত কোর্সে অংশগ্রহণ করেন। তিনি মিরপুর ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে কৃতিত্বের সাথে এনডিসি কোর্স সম্পন্ন করেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বসনিয়া ও হারজিগোভিনার সারায়েভোতে মিশন সদর দপ্তরে গুরুত্বপূর্ণ পদেও নিয়োজিত ছিলেন হাসান মাহমুদ।


তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, তুরস্ক, সুইজারল্যান্ড, হংকং, ওমান, নেপাল, মরক্কো, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম ও পাকিস্তানসহ বিভিন্ন দেশে অনুষ্ঠিত সভা-সেমিনারে বাংলাদেশ পুলিশের প্রতিনিধিত্ব করেন।


তাকে পেশাগত জীবনে অসাধারণ ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ সম্মাননা পদক ‘বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম)' এবং ‘প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম)' এ ভূষিত করা হয়।


(ঢাকাটাইমস/১৭আগস্ট/এইচআর/এমএম)