logo ০৩ মে ২০২৫
জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আখতারুজ্জামান
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৭ আগস্ট, ২০১৫ ১৮:১৫:২৪
image

ঢাকা:  অতিরিক্ত সচিব খন্দকার আখতারুজ্জামানকে আগামী এক বছরের চুক্তিতে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হয়েছে।


এ ছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব আহসান কিবরিয়া সিদ্দিকিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক করা হয়।


আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। আদেশে বলা হয়েছে- অবসর উত্তর ছুটি বাতিলের (পিআরএল) শর্তে যোগদানের দিন থেকে পরবর্তী এক বছরের জন্য আখতারুজ্জামানকে গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ করা হয়।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আল মামুন মুর্শেদকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক করা হয়।


(ঢাকাটাইমস/১৭আগস্ট/এইচআর/এমএম)