logo ০৩ মে ২০২৫
অতিরিক্ত সচিব হলেন মোশাররফ হোসেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৮ আগস্ট, ২০১৫ ১৭:০৪:০৪
image

ঢাকা: জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি যুগ্মসচিব মীর মোশাররফ হোসেনকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিয়োগ দেয়া হয়েছে।


অন্যদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংযুক্ত অতিরিক্ত সচিব সামসুদ্দিন আহমেদ ভুইয়াকে ওএসডি করা হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।


আদেশে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি যুগ্মসচিব মীর মোশাররফ হোসেনকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিয়োগ করা হলো।


তবে গত ৪ এপ্রিল থেকে অতিরিক্ত সচিব পদে ধারণাগত জ্যেষ্ঠতা প্রদান করা হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংযুক্ত অতিরিক্ত সচিব সামসুদ্দিন আহমেদ ভুইয়াকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংযুক্তি প্রত্যাহার করে তাকে ওএসডি অতিরিক্ত সচিব করা হয়েছে।


(ঢাকাটাইমস/১৮আগস্ট/এইচআর/এমএম)