logo ০৩ মে ২০২৫
বিএআরআই মহাপরিচালক হলেন রফিকুল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৯ আগস্ট, ২০১৫ ১৮:৪০:৫৬
image

ঢাকা:  বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) সদস্য পরিচালক (প্রাকৃতিক সম্পদ ও ব্যবস্থাপনা) পদে চুক্তিভিত্তিক নিয়োজিত মো. রফিকুল ইসলাম মন্ডলকে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিএআরআই) মহাপরিচালক পদে চুক্তিভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।


আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


তার এ নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে ২০১৭ সালের ১১ জানুয়ারি পর্যন্ত বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


পৃথক প্রজ্ঞাপনে যুক্তরাষ্ট্রের কনস্যুলেট জেনারেলের কনসাল মো. সাহেদুল ইসলামের মেয়াদ বাড়িয়েছে সরকার।


আদেশে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল (কাউন্সিলর) পদে মো. সাহেদুল ইসলামের চুক্তির মেয়াদ দুই বছর বাড়ানো হয়েছে। আগামী ১১ অক্টোবর থেকে তার এ মেয়াদ বৃদ্ধির আদেশ কার্যকর হবে বলে আদেশে বলা হয়েছে।


(ঢাকাটাইমস/১৯আগস্ট/এইচআর/জেবি)