কেন্দ্রীয় ব্যাংকের ডিজি পদে কাসেমের মেয়াদ বাড়লো
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৯ আগস্ট, ২০১৫ ১৭:৫১:৫৫

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর (ডিজি) হিসেবে আবুল কাসেমের মেয়াদ এক বছর বৃদ্ধিসংক্রাংন্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।
এর আগে অর্থ মন্ত্রণালয় সূত্রে কাসেমকে পুনঃনিয়োগ দিয়ে মেয়াদ এক বছর বৃদ্ধির তথ্য জানা গেলেও প্রজ্ঞাপন জারি না হওয়ায় এ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। চুক্তির মেয়াদ শেষ হওয়ায় তিনি গত ৭ জুলাইয়ের পর থেকে বাংলাদেশ ব্যাংকে যাননি এবং তার দায়িত্ব অন্য ডিজিদের মাঝে বন্টন করে দেয়া হয়। এতে কাসেমের বদলে ডিজি পদে নতুন কাউকে নিয়োগ দেয়া হচ্ছে গুজব রটে কেন্দ্রীয় ব্যাংকে।
অবশেষে প্রায় এক মাস পর কাসেমের মেয়াদ বৃদ্ধি হওয়ায় এ সংক্রান্ত ধোঁয়াশার অবসান ঘটলো। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুনভাবে চুক্তি সম্পাদন করে যোগদানের তারিখ থেকে তার মেয়াদ কার্যকর হবে।
প্রসঙ্গত, কেন্দ্রীয় ব্যাংকের ডিজি পদে ২০১১ সালের ৭ জুলাই চুক্তিভিত্তিতে নিয়োগ দেয়া হয় সে সময়কার নির্বাহী পরিচালক আবুল কাসেমকে। চুক্তি অনুযায়ী গত ৭ জুলাই তার নিয়োগের মেয়াদ শেষ হয়। কাসেম ছাড়া বর্তমানে তিনজন বাংলাদেশ ব্যাংকের ডিজি হিসেবে দায়িত্ব পালন করছেন। এরা হলেন এসকে সুর চৌধুরী, আবু হেনা মোহাম্মদ রাজী হাসান ও নাজনীন সুলতানা।
(ঢাকাটাইমস/১৯আগস্ট/এইচআর/এসবি/জেবি)